অধ্যক্ষের বাণী
অধ্যক্ষ মহোদয়ের বাণী বিস্তারিত
মো. ইয়াছিনুর রহমান
Message of the Principal
শিক্ষা শুধু বই পড়া নয়। মানুষের জীবনে বিকল্প কোনো কিছু নেই। শিক্ষার মাধ্যমে একজন মানুষ দক্ষ, বিনয়ী ও প্রকৃত মানুষ হয়ে উঠে। আর এই দক্ষ ও জ্ঞানী মানুষরাই যুগে যুগে দেশ, জাতি ও পৃথিবীকে বদলে দিয়ে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই জ্ঞানই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। পরিবার থেকে এই জ্ঞান অর্জনের সূত্রপাত হলেও একজন মানুষের প্রতিষ্ঠানিক শিক্ষা বা জ্ঞান অর্জন সম্পন্ন হয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের তত্ত্বাবধানে। শিক্ষা বিস্তারে “রূপসী বাংলা কলেজ এর পদযাত্রা। সৃজনপ্রয়াসী চিন্তা চেতনা বিকাশের অনিবার্যতা থেকেই সৃজনশীল শিক্ষাক্রমের উদ্ভব। শিক্ষাক্রম হলো বয়স অনুসারে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির সামগ্রিক পরিকল্পনা। যেখানে সমগ্র শিক্ষা কার্যক্রমের রূপরেখা নিরুপিত হবে। বর্তমানে বিশ্বে জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার ও ধারণা পরিবর্তনের সাথে সঙ্গতিবিধানের জন্য পাঠ পরিকল্পনবা পরিবর্নেও আবশ্যক। তাই অর্জিত শিক্ষাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার নিমিত্রে 2022-2023 শিক্ষাবর্ষের পাঠ পরিকল্পনায় সার্বিক বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই শিক্ষা বর্ষের পরিকল্পনায় শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অকৃত্রিম প্রয়াসে আমরা সফলকাম হবে।– ইনশাআল্লাহ এ আমাদের আঙ্গীকার। আগামী দিনের দেশ ও জাতির সঠিক নেতৃত্বে আদর্শ মানুষ ও সুনগারিক তৈরিতে কলেজের পড়াশোনার অনিন্দ্য সুন্দর পরিবেশ ও অভিভাবকদের সচেতন দৃষ্টির সমন্বয়ে একনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করতে পারলেই আমরা পাবো জাতির স্বর্ণালী ভবিষ্যৎ। সেই স্বর্ণালী ভবিষ্যতের প্রতীক্ষায় 2022-2023 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে এই পাঠ পরিকল্পনা তুলে দিতে পারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন