প্রধান বৈশিষ্ট্যসূমহ
প্রধান বৈশিষ্ট্যসূমহ
- ☞পরিচ্ছন্ন সুপরিসর ডিজিটাল ক্যাম্পাস ☞চমৎকার লোকেশান ☞অত্যাধুনিক সমৃদ্ধ আইসিটি ল্যাব ☞ডিজিটাল বিজ্ঞানাগার ☞ সৃজনশীল প্রশিক্ষণ প্রাপ্ত আদর্শবান,পরিশ্রমী, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ☞প্রতিবছর দুটি টিউটোরিয়াল ও দুটি সেমিস্টার নিয়ে পরীক্ষা পদ্ধতি ☞সহশিক্ষা কার্যক্রম :বিজ্ঞান ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক সংস, আবৃতি সংসদ ও ঐকতান সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ। ☞পর্যাপ্ত সংখ্যক পাঠ্য ও সহায় পুস্তক এবং পত্রিকাদি সমৃদ্ধ লাইব্রেরী ☞মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য চাহিদা অনুযায়ী স্টাইপেন্ড ও আর্থিক সাহায্যের ব্যবস্থা। ☞কলেজ ছাত্রছাত্রীদের বাসায় প্রাইভেট টিউটর বা বাইরে কোচিং করার ব্যাপারে নিরুৎসাহিত করে থাকে। ☞কলেজ ভবনে অবস্থিত অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, সেমিনার সহ সকল প্রকার অনুষ্ঠান পরিচালনার সুব্যবস্থা। ☞শিক্ষার্থীদের মেধা, মনন, প্রজ্ঞা ও সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে প্রতি বছর বার্ষিক সাহিত্যপত্র স্বপ্নসিঁড়ি প্রকাশ করা হয়